Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

১। মহামণিষী মাওলানা ভাই গিরিশ চন্দ্র সেন

 

১৮৩৫ সালে জন্মগ্রহন করেন ১৯১০সালের ১৫ই আগষ্ট ঢাকায় প্রাতে: ১০ঘটিকায় পরলোক গমন করেন। ১৮৬৭ সানে ব্রম ধর্ম দীক্ষা নেয়, ১৮৭৪ সনে নববিধান ধর্ম প্রচারক ব্রত হন। ১৮৫৭ সনে ২২ বছর বয়সে জন্মভূমি নরসিংদী ভাটপাড়া গ্রামে  ব্রমব১ দেবীকে বিয়ে করেন। বিয়ের সময় দেবীর বয়স ছিল ৯ বছর।তাদের একমাত্র কণ্যা ১৮৭০ সালে জন্মের কিছুদিন পর পরলোক গমন করনে। এত দেবীর শীরর-মন ভেং্গে পরে ফলে রোগাক্রান্ত হয়ে অল্প কিছুদিন পর ১৮৭০সনে পরলোক গমন করেন। ১৮৮১ সনে প্রবিত্র আল-কোরআন প্রথম বাংলা অনুবাদ করেন। এছাড়া তিনি ইসলাম ধর্ম বিষয়ক ২২টি গ্রন্থ আরবি, উর্দু, পার্সি, ফরাসী ভাষা থেকে বাংলা অনুবাদ করে। এছাড়া ব্রম্ম্ধর্মের কীখঋ এইঅকঔ সহ ১৩টি গ্রন্থ প্রকাম করেন। এবং পার্সি ভাষায় লেখক শেখ সাদীর ‍‌‌‍" গোলেস্তান" অনুবাদ করেন। হিতোপাধ্যানমালা অনুবাদিত বইট শিক্ষা বিভাগ কর্তৃক পাঠ্য নির্বাচিত হয়।

 


Photo 1