Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালাপুর জমিদার বাড়ী
স্থান

বালাপুর

কিভাবে যাওয়া যায়

ঢাকার গুলিস্তানস্থ সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে হতে মেঘালয় বাসে করে নরসিংদীর মাধবদী আসতে ভাড়া নেবে ৯০ টাকা। লোকাল বাসে চড়ে গেলে মাধবদী যেতে ৩০ থেকে ৪০ টাকা লাগবে। মাধবদী বাস স্ট্যান্ড নেমে রিকশা ভাড়া করে মাধবদী গরুরহাট সিএনজি স্টেশন যেতে হবে। গরুরহাট সিএনজি স্টেশন থেকে বালাপুর যাবার সিএনজি পাওয়া যায়, জনপ্রতি ভাড়া লাগে ২০ থেকে ৩০ টাকা। সিএনজি জমিদার বাড়ির কাছে বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে এসে থামে। অথবা মাধবদী বাস স্ট্যান্ড থেকে সরাসরি রিকশা ভাড়া করে জমিদার বাড়িতে আসতে পারবেন।

যোগাযোগ

বালাপুর জমিদার বাড়ি (Balapur Zamindar Bari) রাজধানী ঢাকার কাছে একদিনের ভ্রমণের জন্য চমৎকার একটি দর্শনীয় স্থান। নরসিংদী সদরের পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে ঐতিহ্যবাহী বালাপুর জমিদার বাড়িটি অবস্থিত। মেঘনা নদীর তীরে প্রায় ৩২০ বিঘা জমির ওপর জমিদার নবীন চন্দ্র সাহা দৃষ্টিনন্দন কারুকার্যমন্ডিত জমিদার বাড়িটি তৈরি করেন। বিলাসবহুল বালাপুর জমিদার বাড়িতে ১০৩ টি মোজাইক করা, দরজা-জানালায় ফুল লতাপাতা নকশা করা সুসজ্জিত কক্ষ ছিল। প্রধান ভবনের পূর্বে তিনতলা, উত্তরে একতলা, দক্ষিণে দ্বিতীয় তলা এবং পশ্চিমে একটি বিশাল প্রবেশদ্বার সহ একটি দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন রয়েছে। প্রতিটি ভবনে মনোমুগ্ধকর কারুকার্য দেখতে পাওয়া যায়।

বিস্তারিত

বালাপুর জমিদার বাড়ি (Balapur Zamindar Bari) রাজধানী ঢাকার কাছে একদিনের ভ্রমণের জন্য চমৎকার একটি দর্শনীয় স্থান। নরসিংদী সদরের পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে ঐতিহ্যবাহী বালাপুর জমিদার বাড়িটি অবস্থিত। মেঘনা নদীর তীরে প্রায় ৩২০ বিঘা জমির ওপর জমিদার নবীন চন্দ্র সাহা দৃষ্টিনন্দন কারুকার্যমন্ডিত জমিদার বাড়িটি তৈরি করেন। বিলাসবহুল বালাপুর জমিদার বাড়িতে ১০৩ টি মোজাইক করা, দরজা-জানালায় ফুল লতাপাতা নকশা করা সুসজ্জিত কক্ষ ছিল। প্রধান ভবনের পূর্বে তিনতলা, উত্তরে একতলা, দক্ষিণে দ্বিতীয় তলা এবং পশ্চিমে একটি বিশাল প্রবেশদ্বার সহ একটি দ্বিতীয়তলা বিশিষ্ট ভবন রয়েছে। প্রতিটি ভবনে মনোমুগ্ধকর কারুকার্য দেখতে পাওয়া যায়।

বালাপুর জমিদার বাড়ির পশ্চিম দিকে রয়েছে পুকুর ও সান বাঁধানো ঘাট, উত্তরে রয়েছে কারুকার্যপূর্ণ দুর্গাপূজার মণ্ডপ। জমিদার বাড়ির পাশে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়। সুনিপুণ নির্মাণ শৈলী, প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের সাথে পরিচিত হতে বালাপুর জমিদার বাড়িতে একটি বিকাল কাটিয়ে আসতে পারেন।


গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শন বালাপুর জমিদার বাড়ি ছাড়াও আশপাশে ভ্রমণের জন্য বেশকিছু স্থান রয়েছে। চাইলে মেঘনা নদীর পাড়ে হাটতে পারেন কিংবা পাঁচদোনায় পবিত্র আল-কুরআনের বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেনের বাড়ি, ঐতিহাসিক পারুলিয়া মসজিদ অথবা ঐতিহ্যবাহী লক্ষন সাহার জমিদার বাড়ি ঘুরে আসতে পারেন।