ব্যবসা বানিজ্যের অন্যতম কেন্দ্র নরসিংদী সদর উপজেলা। এই উপজেলায় অবস্থিত রয়েছে বিখ্যাত কাপড়ের হাট শেখেরচর বাজার বাবুরহাট যা প্রাচ্যের ম্যানচেষ্টার নামে খ্যাত। এই হাটে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কাপড় ক্রয় বিক্রয় করতে আসে হাজার হাজার মানুষ। এই উপজেলায় রয়েছে অসংখ্য মিল ফ্যাক্টরী। যেমন: বি.এল প্রিন্ট শাড়ী, জনি প্রিন্ট শাড়ী, পাকিজা প্রিন্ট শাড়ী, এ.টি.এম লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি, স্মার্ট লুঙ্গি এছাড়াও রয়েছে অসংখ্য নাম না জানা কাপড়ের ফ্যাক্টরী। প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার লেনদেন হয় শেখেরচর বাজার বাবুর হাটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস