Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা পরিষদের কার্যাবলী

আর্থিকঃ

(১)      উপজেলা পরিষদ তহবিল সংক্রান্ত সকল বিষয়
(২)      পরিষদ তহবিল বর্হিভূত ব্যয়ের ক্ষমতা প্রদান সংক্রান্ত প্রস্তাব,

(৩)     ট্যাকা্র, রেইটস, টুলস এবং ফিস আরোপের প্রস্তাব,

(৪)      উপজেলা পরিষদের বার্ষিক বাজেট,

(৫)      উপজেলা পরিষদের বার্ষিক হিসাব বিবরণী,

(৬)     উপজেলা পরিষদের সংশোধিত বাজেট,

(৭)      চলতি অর্থ বছরের বাজেটে অন্তর্ভূক্ত হয় নাই এইরূপ ব্যয়ের প্রস্তাব, উপজেলা পরিষদের ব্যয়ের অডিট।

 

উন্নয়নমূলকঃ

 

(১) হস্তান্তরিত বিষয়ভুক্ত সকল উন্নয়ন প্রস্তাব/ প্রকল্প ও প্রাক্কলন অনুমোদন, (২) সময়ে সময়ে সরকার কর্তৃক উপজেলা পরিষদে ন্যাস্থ অন্যান্য সকল উন্নয়ন প্রকল্প, (৩) উপজেলা পরিষদের পাঁচশালা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও প্ল্যান বুক প্রস্তুত এবং উহার হালনাগাদকরণ, (৪)পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সংশ্লিষ্ট সকল বিষয়,(৫) পরিষদের পঞ্চ বার্ষিক পরিকল্পনা সংশ্লিষ্ট বিষয়, (৬) উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নতব্য কাজের প্লান এবং এস্টিমেট অনুমোদন,(৭) বাস্তবায়িত সকল ধরনের উন্নয়ন কাজের পাক্ষিক অগ্রগতি পর্যালোচনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন, (৮) উপজেলা পরিষদের তহবিল বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব।

 

অপারেশনালঃ

 

(১) সরকার কর্তৃক প্রেষণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ পরিষদের সকল কর্মচারী সংক্রান্ত বিষয়াদি, (২) বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন,

(৩) উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ২৯ ধারায় বর্ণিত কমিটির সুপারিশ অনুমোদন, (৪) উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নের বিভিন্ন চুক্তি প্রক্রিয়াকরণ,(৫) পরিষদের সকল কার্যক্রম পর্যালোচনা, (৬) উপজেলার আইন-শৃংখলার অবস্থা পর্যালোচনা, (৭) উপজেলার এাণ ও পুনর্বাসন কাজ পর্যালোচনা।

 

নাগরিক সেবাঃ

 

(ক)     উপজেলা পরিষদের সভায় গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন।

(খ)      পরিষদের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত সকল প্রস্তাব এবং স্কীম পরিষদের পক্ষে প্রস্তুত করার জন্য পদক্ষেপ গ্রহণ।

(গ)      উপজেলা পরিষদের অনুমোদন সাপেক্ষে, প্রেষণে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়ন্ত্রন, তত্তাবধান।

          প্রত্যাহার,বদলী এবং শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ।

(ঘ)      উপজেলার নির্ধারিত সীমায় অনুমোদিত বাজেটের যে কোন বিষয়ে ব্যয় নির্বাহ।

(ঙ)      পরিষদের সকল বিষয়ে চুক্তি সম্পাদন ।

(চ)      উপজেলা পরিষদ আইনের অধীনে সংগঠিত সকল অপরাধের নিস্পত্তি করণ ।

(ছ)     পারফমেন্স রিপোর্ট ও বিবরণী সংগ্রহসহ উপজেলা পরিষদের হস্তান্তরিত এবং উপজেলা ভৌগোলিক অধিক্ষেত্রের মধ্যে 

কার্যপরিচালনাকারী বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মক্রম পাক্ষিক পর্যালোচনা এবং আইন-অনুযায়ী সকল রিপোর্ট  সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ ।

(জ)    জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি।