Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

নরসিংদী জেলাধীন নরসিংদী সদর উপজেলা ২ টি (নরসিংদী ও মাধবদী) পৌরসভা এবং চিনিশপুর, হাজীপুর, শীলমান্দি, মেহেরপাড়া, পাচদোনা, আমদিয়া, নুরালাপুর, কাঠালিয়া, পাইকারচর, মহিষাশুড়া, করিমপুর, নজরপুর, আলোকবালী ও চরদিঘলদী ইউনিয়ন এ ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের ঢাকা বিভাগের অতি নিকটে অবস্থিত নরসিংদী জেলার প্রান কেন্দ্রের এই উপজেলার পূর্বে রায়পুরা উপজেলা, পশ্চিমে পলাশ উপজেলা, উত্তরে শিবপুর উপজেলা, দক্ষিনে নারায়গঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা। এই উপজেলার মানুষের ভাষা বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। নরসিংদী সদর উপজেলার আঞ্চলিক ভাষার সাথে গাজীপুর ও ময়মনসিংহের আঞ্চলিক ভাষার কিছুটা মিল রয়েছে।

 

বিশেষজ্ঞরা মনে করেন মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর তীর বিধৌত প্রাচীন সভ্যতা ও ঐতিহ্য লালিত এবং করিমপুর, নজরপুর, আলোকবালী ও চরদিঘলদী মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল হওয়ায় সদরউপজেলার মানুষের খাদ্যাভাস, আচার-আচরণ ভাষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এ এলাকায় জমিদারগন বসবাস করতেন। প্রাচীন কালে মানুষের প্রধান যানবাহন ছিল নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদি। মেঘনা নদী এই উপজেলার মাঝামাঝিতে বয়ে গেছে। যার জন্য এই উপজেলায় জমিদারগন বসবাস করতেন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে প্রমাপক।

 

 

 

মহান মুক্তিযুদ্ধেও গৌরবময় ইতিহাস সৃষ্টিতেও নরসিংদীর ঐতিহ্য রয়েছে। নরসিংদী জেলায় প্রথম সম্মুখ মুক্তিযুদ্ধ হয়েছে নরসিংদী সদর উপজেলার পাচদোনা ইউনিয়নের পাচদোনা ব্রীজের পাশে। এ উপজেলায় প্রচুর বীর মুক্তিযোদ্ধা রয়েছে। যারা জীবন বাজি রেখে স্বাধীনতা ছিনিযে এনেছে।

এর রয়েছে এক গৌরবময় প্রাচীন ইতিহাস। সম্প্রতি জেলার বেলাব উপজেলাধীন উয়ারী-বটেশ্বর এলাকার অসম রাজার গড় নামক স্থানে প্রায় তিন হাজার বছরের প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া এ জেলার রয়েছে গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ঢাকার বাইরে প্রথম হানাদার পাকিস্তানী বাহীনিকে এ জেলার পাঁচদোনা নামক স্থানে মুক্তিযোদ্ধারা প্রবলভাবে প্রতিরোধ করে এবং শুরু হয় যুদ্ধ। এ যুদ্ধে আহত হন কয়েকজন মুক্তিযোদ্ধা। হানাদার পাকিস্তানী বাহীনির একটি সাজোয়া যান ধ্বংস হয়। হতাহত হয় বেশ কিছু পাকিস্তানী সৈন্য। ১৯৬৯ এর গণউভ্যুথ্থানের নায়ক শহীদ ‌‌আসাদ, মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ফ্লাইট লে: মতিউর রহমান, বরন্যে কবি সামসুর রহমান, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক ড.আলাউদ্দি আল আজাদ, পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশ চন্দ্র সেন এ জেলারই সন্তান।