Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, নরসিংদী সদর, নরসিংদী
বিস্তারিত

উপজেলা পরিষদের দুতলায় অবস্থিত সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়,

দপ্তর প্রধানের পদবীঃ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,

অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ

 ১) উপজেলার মৎস্য সম্পদের সার্বিক ব্যবস্থানার দায়িত্বে নিয়োজিত।

 ২) মৎস্য চাষ ও মৎস্য চাষের আধুনিক টেকনোলজি সম্প্রসারণ, প্রদর্শনী পুকুর স্থাপনের মাধ্যমে আধূনিক মাছ চাষ সম্পর্কে জনগণকে পরিচিত করা এবং মাছ চাষে উদ্বুদ্ধ করা।

৩) আধুনিক মাছ চাষ সম্পর্কে টেকনোলজি হস্তান্তরের অংশ হিসেবে ব্যপক ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।

৪) মৎস্য আইন এর বিভিন্ন ধারা প্রয়োগ ও বাস্তবায়ন করা।

আওতাধীন অফিসের বর্ণনাঃ প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্রে একজন প্রশিক্ষণ প্রাপ্ত লিফ কর্তৃক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

ছবি
label.column.field_office_cism

১) মৎস্য চাষ ও মৎস্য চাষের আধুনিক টেকনোলজি সম্প্রসারণ, প্রদর্শনী পুকুর স্থাপনের মাধ্যমে আধূনিক মাছ চাষ  

    সম্পর্কে জনগণকে পরিচিত করা এবং মাছ চাষে উদ্বুদ্ধ করা।

২) মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

৩) মৎস্য ও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ও প্রকল্প বাস্তব প্রণয়নে সহায়তা প্রদানের   

    মাধ্যমে উদ্যোক্তা ও মৎস্য চাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

৪) উন্নত জাতের পোনাসহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদন উপকরণ সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা করা।

৫) মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী চাষী/ মৎস্যজীবীদের মধ্যে বিতরণ।

এসকল সেবা সমূহ মৎস্যচাষিগণ সরাসরি অফিসে যোগাযোগ পূর্বক এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা/কর্মচারীদের মাধ্যমে মাঠ পর্যাায়ে পেয়ে থাকেন।

সিটিজেন চার্টার

দপ্তরের কার্যাবলী

ক) মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তিভিত্তিক মাছ ও চিংড়ি চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

খ) মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য

    সংরক্ষণ আইন বাস্তবায়ন।

গ) মৎস্য ও চিংড়ি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কারিগরি উপযোগিতা যাচাই ও প্রকল্প বাস্তব প্রণয়নে সহায়তা প্রদানের   

    মাধ্যমে উদ্যোক্তা ও মৎস্য চাষীকে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

ঘ) উন্নত জাতের পোনাসহ মাছ ও চিংড়ি চাষের বিভিন্ন উৎপাদন উপকরণ সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা করা।

ঙ) উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

চ) মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন।

ছ) মৎস্য মান নিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অননুমোদিত দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের  

    উদ্বুদ্ধকরণ এবং সংক্রমনের উৎস্য সনাক্তকরণ ও হ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন।

জ) তাহারা উক্ত মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বুদ্ধকরণ।

ঝ) জনগণকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্বুদ্ধ করার নিমিত্তে নতুন প্রযুক্তি হাতে- কলমে প্রদর্শনের লক্ষ্যে

     উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্য খামার স্থাপন।

ঞ) মৎস্য ও চিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী চাষী/ মৎস্যজীবীদের মধ্যে বিতরণ

সেবা প্রদানকারী কর্মকর্তা/ কর্মচারীদের পদবীঃ

- সহকারী মৎস্য কর্মকর্তা

- ক্ষেত্র সহকারী

যথাসময়ে সেবা পাওয়া নাগেলে যার সহায়তা চাইবেনঃ

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নরসিংদী সদর, নরসিংদী, ফোনঃ ০২-৯৪৬২৪৫২ ।

 

চূড়ান্তভাবে নিষ্পত্তি না হলে বা সময়মত সহায়তা পাওয়া নাগেলে যার কাছে অভিযোগ করবেনঃ

জেলা মৎস্য কর্মকর্তা, নরসিংদী, ফোনঃ ০২-৯৪৬২৪১০

 

সেবার বিবরণ ও প্রদানের সময়সীমাঃ

ক্রমিক

নং

সেবাসমূহ

সেবা গ্রহণকারী (ক্লায়েন্ট)

সেবা প্রদানের সময়সীমা

মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান

মৎস্য চাষি/উদ্যোক্তা

অফিস সময়ে

মৎস্যচাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

’’

’’

অফিসে আগত মৎস্যচাষিদের মৎস্য চাষ বিষয়ক পরামর্ম সেবা প্রদান।

’’

’’

মৎস্যচাষ সম্প্রসারণের লক্ষে ব্যক্তি/প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।

’’

’’

মৎস্যচাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশিলষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষি/উদ্যোক্তা/মৎস্যজীবী

’’

বানিজ্যিক ভিত্তিতে জনগণকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহয়তা সেবা প্রদান।

’’

’’

দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান্

’’

’’

মাছ ও চিংড়ি অবতরন কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান।

অবতরন কেন্দ্র/উদ্যোক্তা/জনগণ

’’

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান

মৎস্য চাষি/উদ্যোক্তা/জনগণ

’’

label.column.field_projects

জাতিয় কৃষি প্রযুক্তি প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ) নামে একটি প্রকল্প রয়েছে। নরসিংদী সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এই প্রকল্পের আওতায় অর্ন্তভুক্ত। প্রকল্পের আওতাধীন প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১জন করে মোট ১২ জন প্রশিক্ষণ প্রাপ্ত লিফ (স্থানীয় সম্প্রসারণ মৎস্য প্রতিনিধি) রয়েছে। প্রতিটি লিফের অধীনে ২টি করে মোট ২৪টি সিআইজি (কমন ইন্টারেষ্ট গ্রুপ) রয়েছে । প্রতিটি সিআইজিতে ১৫জন করে মোট ৩৬০জন সিআইজি সদস্যদেরকে বিভিন্ন সময়ে মৎস্যচাষ ব্যবস্থাপনা বিষয়ক মোট ৫দিন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত সিআইজি সদস্যগণ তাদের পার্শ্ববর্তি মৎস্য চাষিদেরকে মাছচাষ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকেন। তাছাড়া এই প্রকল্পের আওতায় উন্নত প্রযুক্তি ভিত্তিক ২৮টি প্রদর্শনি খামার স্থাপন পূর্বক মৎস্যচাষ বিষয়ে মৎস্যচাষিদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।

যোগাযোগ

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, নরসিংদী সদর, নরসিংদী।