Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নরসিংদী পাবলিক কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

নরসিংদী পাবলিক কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিনটি বিভাগই রয়েছে।কলেজে আসন সংখ্যা 350 টি । কলেজটিতে নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষার প্রতি অতিসয় গুরত্ব প্রদান করে ।খেলাধূলা ও স্বাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে এবং জাতিকে বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরা যায়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ,বার্ষিক শিক্ষা সফর ,বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও বিষয় ভিত্তিক দেয়ালিকা প্রকাশ,শিক্ষা সপ্তাহের আয়োজন ,আবৃত্তি ,গান ,অভিনয়, অংকন ,বির্তক ও রোভার স্কাউট সহ শিক্ষা পরিচালনা করা হয়। এছাড়া এস.এস.সি এবং সমমান পরিক্ষায় A+ প্রাপ্তদের ট্রাস্ট কতৃক বৃত্তি প্রদান ,অভন্ত্যরীন সেমিস্টার পরীক্ষায় ১ম,২য়,৩য় স্থান অর্জন কারীদের পুরস্কার প্রদান করা এবং শতভাগ উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহ মূলক পুরষ্কার প্রদান করা হয়। প্রাত্যক পরীক্ষার পর অভিভাবক সমাবেশ করা হয়। নির্দৃষ্ট ইউনিফরম পরিধান করা এবং সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করানো হয়। সীমিত সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে সেকশন ব্যবস্থা,ধর্ম নিরপেক্ষতা, ওয়াই-ফাই সমৃদ্ধ ক্যাম্পাস ,মাল্টিমিডিয়া যুক্ত ক্লাস ও কম্পিউটার ল্যাব, সর্বাধিক ক্লাস ও সাপ্তাহিক ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়। নবীন বরন অনুষ্ঠানে দেশ বরেন্য শিক্ষাবিদদের আগমনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হয়। সর্বোত্তম শিক্ষা প্রদানই আমাদের লক্ষ্য। এ শ্লোগানে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে।