নরসিংদী পাবলিক কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিনটি বিভাগই রয়েছে।কলেজে আসন সংখ্যা 350 টি । কলেজটিতে নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষার প্রতি অতিসয় গুরত্ব প্রদান করে ।খেলাধূলা ও স্বাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে এবং জাতিকে বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরা যায়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ,বার্ষিক শিক্ষা সফর ,বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও বিষয় ভিত্তিক দেয়ালিকা প্রকাশ,শিক্ষা সপ্তাহের আয়োজন ,আবৃত্তি ,গান ,অভিনয়, অংকন ,বির্তক ও রোভার স্কাউট সহ শিক্ষা পরিচালনা করা হয়। এছাড়া এস.এস.সি এবং সমমান পরিক্ষায় A+ প্রাপ্তদের ট্রাস্ট কতৃক বৃত্তি প্রদান ,অভন্ত্যরীন সেমিস্টার পরীক্ষায় ১ম,২য়,৩য় স্থান অর্জন কারীদের পুরস্কার প্রদান করা এবং শতভাগ উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহ মূলক পুরষ্কার প্রদান করা হয়। প্রাত্যক পরীক্ষার পর অভিভাবক সমাবেশ করা হয়। নির্দৃষ্ট ইউনিফরম পরিধান করা এবং সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করানো হয়। সীমিত সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে সেকশন ব্যবস্থা,ধর্ম নিরপেক্ষতা, ওয়াই-ফাই সমৃদ্ধ ক্যাম্পাস ,মাল্টিমিডিয়া যুক্ত ক্লাস ও কম্পিউটার ল্যাব, সর্বাধিক ক্লাস ও সাপ্তাহিক ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়। নবীন বরন অনুষ্ঠানে দেশ বরেন্য শিক্ষাবিদদের আগমনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হয়। সর্বোত্তম শিক্ষা প্রদানই আমাদের লক্ষ্য। এ শ্লোগানে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে।
নরসিংদী পাবলিক কলেজটি প্রতিষ্ঠার পেছনে মূল কারন হলো আমরা দশ/বার জন কলেজ পর্যায়ের শিক্ষক উপলব্দি করলাম মান সম্মত একটি কলেজ প্রতিষ্ঠা করব,যেখানে সাধারন পরিবারের সন্তানরা লেখাপড়া করতে পারবে। কোচিং নির্ভর ও সাজেশন নির্ভর পাঠদানের গূরত্ব না দিয়ে মেইন বইটি ভালভাবে পড়ানো । এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দশ বিষয়ের দশ জন অভিজ্ঞ শিক্ষক সহ ২০১৪ সালে প্রথম পাঠদানের অনুমতি ও কলেজ কোড নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করি। নরসিংদী পাবলিক কলেজটিতে ১২ জন পরিচালক রয়েছে। পরিচালক গন নরসিংদী ইনোভেশন ওয়েলফেয়ার নামে একটি ট্রাস্ট গঠন করে সরকারি ভাবে ট্রাসের অনুমোদন লাভ করে এবং ট্রাস্টের অধীনে কলেজটি পরিচালিত হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
ছাত্র-ছাত্রীর সংখ্যা
একাদশ |
দ্বাদশ |
২৩৬ জন |
১৭৩ জন |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
সভাপতি- আলহাজ সোহরাব হোসেন
মোবাইল:-01925690091
দাতা সদস্য:-জনাব,লুৎফর রহমান
মোবাইল:-01716117807
সদস্য :- মোঃ আশরাফুল হক
মোবাইল:- 01915843490
সদস্য :-মরিয়ম আক্তার
মোবাইল:-01917565090
সদ্য সচিব – অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন ভূঞা
মোবাইল:-01728082031
এইচ.এস.সি পরীক্ষা ২০১৬ ইং
বিভাগ |
মোট |
পাশ |
পাশের হার |
বিজ্ঞান |
৮৭ |
৮৭ |
১০০% |
ব্যবসায় শিক্ষা |
৩০ |
৩০ |
১০০% |
মানবিক |
২৭ |
২৭ |
১০০% |
এইচ.এস.সি পরীক্ষা ২০১৭ ইং
বিভাগ |
মোট |
পাশ |
পাশের হার |
বিজ্ঞান |
৯০ |
৯০ |
১০০% |
ব্যবসায় শিক্ষা |
১৬ |
১৬ |
১০০% |
মানবিক |
২১ |
১৯ |
৯৮.৪৭ |
২০১৬ইং সালে মাধ্যমিক পর্যায়ে ৪ জন বৃত্তি লাভ করে।
১.মাসুদা (বিজ্ঞান) ২. মালিহা (বিজ্ঞান)
২.সাবেরা মাহবুবা (বিজ্ঞান) ৪.সায়মা (বিজ্ঞান)
ফাহিম (বুয়েট) সাবিরা মাহবুবা (মেডিকেল), রোরহান ,সায়েম (বুটেক্)রাসেল আহম্মেদ,রেবেকা,অভিজিৎ সরকার, ইমন আহম্মেদ (ঢা.বি),মামুন(চুয়েট),জাহেদ ভূঞা (জা.বি),রেজুয়ানুল হক,মোবারক,ইসরাত জাহান (জ.বি),নওরিন,নিশাদ(চ.বি), মাসুদা(কৃষিবিশ্ববিদ্যালয় ময়মনসিংহ)বাদল(কু.বি),আশরাফুল(ভেটেনারি),জুবায়ের(শা.বি.প্র.বি)মুফাদ্দিস,ইমন (পা.বি.প্র.বি),রাকিব (রা.বি)আরও অনেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
নরসিংদী পাবলিক কলেজটি দেশের প্রথম সারির একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপ লাভ করবে। নিম্ন মধ্যবিত্ত ,মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষের জন্য একটি প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে জাতির শ্রেষ্ঠ সন্তান গঠনের মাধ্যমে।ঢাকাবোর্ডে সেরা দশটি কলেজের একটি কলেজে রূপদান করা।
নরসিংদী উপজেলা মোড় থেকে 206/24 পশ্চিম ব্রাহ্মন্দী বালুচর,নরসিংদী । রিক্সা,অটোরিক্সা অথবা পায়ে হেটে যাওয়া যাবে।
E-mail:narsingdipubliccollege@gmail.com
Mobile : 01728082031,01984474794
শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের তালিকা
|
একাদশ শ্রেণি |
দ্বাদশ শ্রেণি
|
বিজ্ঞান |
১.রত্না ইসলাম ২.মোঃ ভূবন ৩.মোঃ শফিকুল ইসলাম।
|
১.তাওহিদা মোস্তাফিজ ও ইসরাত জাহান ২.সাদিয়া সুলতানা ৩.সেলিনা আক্তার |
ব্যবসায় শিক্ষা |
১.রিফাত সরকার ২.মেহেদী হাসান ৩.মোঃ সাইফুল ইসলাম |
১.মোঃ রাব্বি মিয়া ২.ফয়সাল মিয়া ৩.লাকি আক্তার |
মানবিক |
১.ফাতেমা ইসলাম ২.লতা আক্তার ৩.মোঃশাকিল |
১.আয়েশা সুলতানা ২.তোফাজ্জল হোসেন ৩.আলী আফজাল |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস