বিদ্যালয়টি নরসিংদী সদরের বীরপুর এলাকায় ডাবল রেললাইন ঘেষে উত্তর পাশে^র্ অবস্থিত। বিদ্যালয়টি ১৯২৯ খ্রি. এ প্রতিষ্ঠিত। ১৯৯৪ খ্রি. এ ৬ কক্ষ বিশিষ্ঠ ১ম বা মূলভবনটি নির্মান হয় যা বর্তমানে অত্যমত্ম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভবনটিকে এখন নিলাম ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণার পরে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাব দেখা দিবে ও পড়াশুনার মানোন্নয়ন ব্যহত হবে। কারণ বিদ্যালয়টি এক শিফ্টে পরিচালিত। তাই অতি শীঘ্রই নতুন ভবন নির্মাণ প্রয়োজন। PEDP-2 ও PEDP-3 এর একটি দ্বিতল ভবনও আছে আধুনিক শৈল্যে। ২য় ভবনটি ৫ কক্ষ বিশিষ্ঠ ও তিন তলা ফাউন্ডেশনে তৈরী। বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৯ জন ও ছাত্র-ছাত্রীর সংখ্যা মোট ৪৫২ জন। ১ টি আর্সেনিক মুক্ত নলকূপ, ১টি পানির পাম্প, ও ১টি গভীর নলকূপ আছে। সকল বাথরম্নম ১ম ভবনের সাথে সংযুক্ত। ওয়াশ বস্নক নেই। সীমানা প্রাচীর আছে। এখানে SMC ও PTA এর অংশগ্রহণ কার্যকর ও আমত্মরিক। জমির পরিমাণ ২৮ শতাংশ ও মাঠ ২২ বর্গমিটার ছিল। ডাবল রেললাইন নির্মাণের পর জমির পরিমাণ কমে যায় ও মাঠ সংকীর্ণ হয়ে গেছে। বিদ্যালয়ের উন্নয়নে জনগনের অংশগ্রহণ মোটামুটি, এখানে জনগনের আর্থ সামাজিক অবস্থা নিম্নমানের। নদীর কূলে বাস করা অধিকাংশ লোকের পেশাই মাছ ধরা। অধিকাংশই নিরক্ষর, অল্প সংখ্যাক শিক্ষিত পরিবার। তবে বর্তমানে অনেক পরিবারই তাদের সন্তানদের পড়াশুনার ব্যাপারে বেশ সচেতন।
বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৭৩ খ্রি. এ জাতীয় করণ হয়। তৎকালীন এলাকার জমিদার অক্ষয় কুমার সাহা স্থানটি সেবামূলক কাজে দান করেন। পরবর্তীতে বিদ্যালয়ের স্থানটি ঈদগাহের নামে নাম করণ করে সরকারের ১নং খতিয়ানে খাস জমি হিসাবে নথীভূক্ত হয়। বিদ্যালয়টি প্রথমে বীরপুর এলাকায় স্থাপিত হলেও পরবর্তীতে বিদ্যালয়টি রেললাইনের উত্তর পাশে রেললাইন ঘেষে পূর্ব ব্রাক্ষন্দী এলাকায় পূণ: স্থাপিত হয়। তবে বিদ্যালয়টি বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নামেই পরিচিত।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণী |
বালক |
বালিকা |
মোট |
প্রাক প্রাথমিক |
২৬ |
২৪ |
৫০ |
১ম |
৪১ |
৪১ |
৮২ |
২য় |
৩২ |
৫১ |
৮৩ |
৩য় |
৫১ |
৩৩ |
৮৪ |
৪র্থ |
৪০ |
৪৪ |
৮৪ |
৫ম |
২৬ |
৪৩ |
৬৯ |
মোট: |
২১৬ |
২৩৬ |
৪৫২ |
|
|
|
|
ক্রমিক নং |
নাম
|
পদবী |
মোবাইল নম্বর |
০১ |
প্রফেসর সূর্য্যকান্ত দাস |
সভাপতি বিদ্যুৎসাহী পুরুষ |
01711-635958 |
০২ |
আমিনুল হক লিটন |
সহ-সভাপতি পুরুষ অভিভাবক |
01975-318300 |
০৩ |
এ,কে,এম ফজলুল হক লিটন |
সদস্য,কাউন্সিলর ২নং ওয়ার্ড |
01711-050467 |
০৪ |
সুরাইয়া বেগম |
বিদ্যুৎসাহী মহিলা সদস্য |
01718-205215 |
০৫ |
আফরোজা সুলতানা |
মহিলা অভিভাবক সদস্য |
01736-855879 |
০৬ |
গোপাল বর্মন |
পুরম্নষ অভিভাবক সদস্য |
01722-181043 |
০৭ |
শিরিন আক্তার |
মহিলা অভিভাবক সদস্য |
01772-051494 |
০৮ |
মাজেদা খাতুন |
শিক্ষক প্রতিনিধি |
01942-648220 |
০৯ |
মীর নাসরীন সুলতানা |
সদস্য সচীব |
01912-412172 |
ক্রমিক নং |
সন |
মোট ছাত্র/ ছাত্রী (ভর্তিকৃত)
|
ডি,আর ভুক্ত |
পরীক্ষায় অংশগ্রহণ কারী |
উত্তীর্ণ |
বৃত্তিপ্রাপ্তি |
|||||
|
|
মোট |
বালিকা |
মোট |
বালিকা |
মোট |
বালিকা |
মোট |
বালিকা |
ট্যালেন্টপুল |
সাধারণ |
০১ |
২০১২ |
৯০ |
৫৬ |
৮৯ |
৫৫ |
৮৯ |
৫৫ |
৮৯ |
৫৫ |
০১ |
০১ |
০২ |
২০১৩ |
১০৩ |
৫৯ |
১০৩ |
৫৯ |
১০২ |
৫৯ |
১০১ |
৫৯ |
০১ |
--- |
০৩ |
২০১৪ |
১০০ |
৫৭ |
১০০ |
৫৭ |
৯৯ |
৫৭ |
৯৩ |
৫৬ |
০২ |
--- |
০৪ |
২০১৫ |
১০৩ |
৫৩ |
৯৪ |
৫২ |
৯০ |
৫১ |
৯০ |
৫১ |
০১ |
--- |
০৫ |
২০১৬ |
১০৩ |
৫৭ |
১০২ |
৫৭ |
১০২ |
৫৭ |
১০২ |
৫৭ |
--- |
--- |
২০১২ সনের (৫বৎসরের আগে) ১ম শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র/ ছাত্রীর সংখ্যা |
২০১৬ সনের ৫ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার অবতীর্ণ ছাত্র/ ছাত্রীর সংখ্যা |
২০১১ সনের (৫ বৎসরের আগে) ১ম শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র/ ছাত্রীর মধ্যে যারা ২য়, ৩য়, ৪র্থ শ্রেণীতে পূণরাবৃত্তি ভর্তি হয়েছে তার সংখ্যা। |
২০১২ সনের ৫ম শ্রেণীতে পূণরাবৃত্তি ভর্তি হয়েছে তার সংখ্যা। |
২০১২ সনের ভর্তিকৃত শিশুদের মধ্যে হতে অন্য বিদ্যালয়ে গমনকৃত সংখ্যা |
মোট ঝরে পড়ার সংখ্যা কলাম
|
ঝরে পরার হার |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
৯১ |
৫৯ |
৪ |
১২ |
১৬ |
০০ |
০% |
পাশের হার ১০০% ও ঝরে পড়ার হার ০%। ভর্তি শতভাগ, শিক্ষার মানোন্নয়ন হয়েছে এবং পূর্বের চেয়ে অভিভাবকরা অধিক সচেতন। পরিবারে শিক্ষাগত জনগোষ্টি ক্রমশ: বাড়ছে। এই বিদ্যালয় থেকে পাশ করা অনেক শিক্ষার্থী উচ্চতর শিক্ষা গ্রহণ করছে এবং অনেকে স্ব স্ব ক্ষেত্রে উজ্জল। লে: কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক , এম পি , নরসিংদী সদর ও প্রতিমন্ত্রি, পানি সম্পদ মন্ত্রণালয়, এছাড়াও প্রফেসর সূর্য্যকামত্ম দাস, সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারী কলেজ ও ডিজি (অব:) , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ^ণাথ বণিক, জয়েন্ট সেক্রেটারী মিনিস্ট্রি অব পাবলিক এডমিনিস্ট্রেশন এতসব বরেণ্য ব্যক্তিত্বরা এই প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশা বিদ্যালয়টি হবে পরিচ্ছন্ন পরিপাটি আদর্শ বিদ্যালয়ের একটি মডেল, যেখানে শিশু তার প্রতিটি ক্ষেত্রের পরিস্ফুটন ও বিকাশ সাধন করবে শতভাগ। বিদ্যালয়ের মাঠে থাকবে ছাতা-ছাউনী, সিস্নপার, দোলনা, এবং ১টি বর্ণিল বাগান। বিদ্যালয়ের কক্ষগুলো হবে সজ্জিত ও সি সি ক্যামেরা যুক্ত উন্নত মনিটরিং ব্যবস্থায়। পাঠদান হবে আধুনিক ও মাল্টিমিডিয়া কনেটইনার সমৃদ্ধ।
কীভাবে যাওয়া যাবে |
উপজেলা শিক্ষা অফিস হতে রিকসা, অটো রিকসা, ঢাকা হতে বাস বা ট্রেন। |
ঠিকানা |
১নং বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সদর, নরসিংদী। |
মোবাইল নাম্বার |
01912-412172 |
টেলিফোন নাম্বার |
প্রযোজ্য নয় |
ই- মেইল |
ক্রমিক নং |
শ্রেণী |
মেধাবী শিক্ষার্থীদের নাম |
রোল |
০১
০২
০৩ |
১ম
১ম
১ম |
সাইদুল হাসান
বুশরাত জাহান
ইস্রাফিল মিয়া |
০১
০২
০৩ |
০১
০২
০৩ |
২য়
২য়
২য় |
সুহার্তু সরকার
রাহামা আলী
রাইসা তাবাস্সুম |
০১
০২
০৩ |
০১
০২
০৩ |
৩য়
৩য়
৩য় |
ফারজানা আক্তার
পুষ্পিতা দাস
সাজিদ মিয়া |
০১
০২
০৩ |
০১
০২
০৩ |
৪র্থ
৪র্থ
৪র্থ |
আবনী হাসান
সিরাত মনি
মাশরাফি আহমেদ সা’আদ |
০১
০২
০৩ |
০১
০২ ০৩ |
৫ম
৫ম ৫ম |
নাফসিনা আক্তার
তাসনিয়া দানা ফারহানা তাবাস্সুম |
০১
০২ ০৩ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস