Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১নং, বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়টি নরসিংদী সদরের বীরপুর এলাকায় ডাবল রেললাইন ঘেষে উত্তর পাশে^র্ অবস্থিত। বিদ্যালয়টি ১৯২৯ খ্রি. এ প্রতিষ্ঠিত। ১৯৯৪ খ্রি. এ ৬ কক্ষ বিশিষ্ঠ ১ম বা মূলভবনটি নির্মান হয় যা বর্তমানে অত্যমত্ম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভবনটিকে এখন নিলাম ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণার পরে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাব দেখা দিবে ও পড়াশুনার মানোন্নয়ন ব্যহত হবে। কারণ বিদ্যালয়টি এক শিফ্টে পরিচালিত। তাই অতি শীঘ্রই নতুন ভবন নির্মাণ প্রয়োজন। PEDP-2 ও PEDP-3 এর একটি দ্বিতল ভবনও আছে আধুনিক শৈল্যে। ২য় ভবনটি ৫ কক্ষ বিশিষ্ঠ ও তিন তলা ফাউন্ডেশনে তৈরী। বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৯ জন ও ছাত্র-ছাত্রীর সংখ্যা মোট ৪৫২ জন। ১ টি আর্সেনিক মুক্ত নলকূপ, ১টি পানির পাম্প, ও ১টি গভীর নলকূপ আছে। সকল বাথরম্নম ১ম ভবনের সাথে সংযুক্ত। ওয়াশ বস্নক নেই। সীমানা প্রাচীর আছে। এখানে SMC ও PTA এর অংশগ্রহণ কার্যকর ও আমত্মরিক। জমির পরিমাণ ২৮ শতাংশ ও মাঠ ২২ বর্গমিটার ছিল। ডাবল রেললাইন নির্মাণের পর জমির পরিমাণ কমে যায় ও মাঠ সংকীর্ণ হয়ে গেছে। বিদ্যালয়ের উন্নয়নে জনগনের অংশগ্রহণ মোটামুটি, এখানে জনগনের আর্থ সামাজিক অবস্থা নিম্নমানের। নদীর কূলে বাস করা অধিকাংশ লোকের পেশাই মাছ ধরা। অধিকাংশই নিরক্ষর, অল্প সংখ্যাক শিক্ষিত পরিবার। তবে বর্তমানে অনেক পরিবারই তাদের সন্তানদের পড়াশুনার ব্যাপারে বেশ সচেতন।