নরসিংদী পৌর বাস টার্মিনাল সংলগ্ন মুক্তি চত্তরে, ঢাকা-নরসিংদী মহা সড়কের পাশে ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে নরসিংদী জেলা, সদর উপজেলা ও নরসিংদী মডেল পৌরসভাধীন ০৯ নং ওর্য়াড আওতা ভূক্ত শালিধা গ্রামে অবস্থিত। গ্রামের নামানুসারে বিদ্যালয়ের নাম করন হয়েছে। এলাকার যোগাযোগ ব্যবস্থা ভাল। জনগনের মধ্যে প্রায় ৮৫% মিল কারখানার শ্রমিক। বাকী ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষিজীবী। এলাকায় শিক্ষিতের হার ৬৫%। আর্থ সামাজিক অবস্থা নিন্মবিত্ত ও নিন্ম-মধ্যবিত্ত। সামাজিক সেবার মান মোটামোটি। নতুন প্রজন্ম বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার ব্যাপারে আগ্রহী ও উৎসাহী। পাশাপাশি ৩ টি গ্রাম (শালিধা, চৌয়ালা ও খাটেহারা) নিয়ে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া। শিশুর ভর্তির হার ১০০%। গত দুই বছরে ঝড়ে পড়ার হার ৩%। বিদ্যালয় এলাকায় ভাড়াটিয়া বেশি থাকায় বাড়ি বদলের প্রবনাতা বেশি। বিদ্যালয়ের লেখা পড়া মানসম্মত। বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সবাই সুশিক্ষিত এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে সদা সতর্ক, সচেতন এবং আমত্মরীক। বিগত (পাঁচ) ৫ বছরে (২০১২ - ২০১৬) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%। বিগত (পাঁচ) ৫ বছরে প্রাথমিক বৃত্তি প্রাপ্তির সংখ্যা ১৬ জন, বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে এস.এম.সি , পি.টি.এ ও স্থানীয় জনগণের অবদান প্রশংসনীয়। বিদ্যালয়টি নিয়ে আমাদের প্রত্যাশা বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলা। বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে রুপামত্মর করতে শিক্ষার্থী অনুপাতে শ্রেণি কক্ষ ও শিক্ষক বৃদ্ধি আবশ্যক হয়ে পড়েছে, ১ নং (পুরাতন) ভবনটি জরাঝীর্ণ এবং ঝুঁকিপূর্ন বিধায় গত ১৮/০৪/২০১৬ খ্রিঃ পরিত্যাক্ত ঘোষনা করা হয়। আর ২নং ভবন ৬ তলা ফাউন্ডেশন আছে বিধায় এর উবর্ধমুখী সম্প্রসারণ করা যাবে। তাই বিপুল সংখ্যক শিক্ষার্থীর দিক বিবেচনা করে এর ২ নং ভবন উবর্ধমুখী সম্প্রসারণ দ্রুত বাসত্মবায়ন প্রয়োজন। উল্যেখ্য যে, বিদ্যালয়ের প্রাঙ্গন সংকির্ণ বিদায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য খেলাধুলা ও সমাবেশ করা সম্ভব হয়না। তাই পরিত্যাক্ত ভবনটি দ্রত ভেঙ্গে শিক্ষার্থীদের খেলার মাঠ ও সমাবেশের জন্য উপযোগী করে তোলা সম্ভব। এছাড়া বিদ্যালয়ের নতুন ভবনের তিন দিকে বৃক্ষ রোপন করা হয়েছে, একটি সু-সজ্জিত ফুলের বাগান এবং পানিয় জলের সু-ব্যবস্থা রয়েছে।
অত্র বিদ্যালয়টি ১৯৬৫ খ্রিঃ প্রতিষ্ঠা করা হয়। ০১/০৭/১৯৭৩ খ্রিঃ প্রতিষ্ঠানটি জাতীয় করন করা হয়। প্রতিষ্ঠানটির জমিদাতাগণ হলেন মরহুম আঃ মোতালিব মিয়া, মরহুম আঃ মান্নান মিয়া, মরহুম আঃ ছাত্তার মিয়া।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শুরু থেকে এ পর্যন্ত সমাপণী পরীক্ষায় পাশের হার ১০০%। প্রতি বছর এ বিদ্যালয় থেকে গড়ে ৪ জন বৃত্তি পেয়ে থাকে। প্রতি বছরই কিছু সংখ্যক শিক্ষার্থী ক্লাস্টার, পৌরসাভা এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠনে অংশগহন করে থাকে এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়ে থাকে। ক্লাস্টার পর্যায়ে ৩ বার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।
ভবিষ্যতে বিদ্যালয়ের নতুন ভবনটি যদি উর্ব্ধমুখী ৬ তলা পর্যমত্ম বর্ধিত করা হয় তবে শিক্ষার্থীদেরকে শাখা ভাগ করে সুন্দর ও সুষ্ঠু ভাবে পাঠদান করা যাবে। তাছাড়া টিনসেন ঘরগুলো বিভিন্ন কো-কারিকুলামের জন্য ব্যবহার করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক হিসাবে ব্যবহার করা যাবে। শিক্ষার গতানুগতিক মান অর্জন করা।
উপজেলা মোড় হতে অথবা রেলস্টেশন বটতলা থেকে রিকক্সা বা অটো বাইক দ্বারা নরসিংদী পৌর বাসটার্মিনাল/ নতুন বাসস্টপ সংলগ্ন শালিধা মুক্তি চত্বর বা শালিধা বাজার পর্যন্ত আসতে হবে। প্রতিষ্ঠানটি শালিধা বাজার বা শালিধা মোড়ের পাশেই অবস্থিত। shalidhagps1965@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস