বিলাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সনে। এর এক পাশে জেলা জজ অফিস, অন্য পাশে পুলিশ সুপারের কার্য্যালয়। এছাড়া বিদ্যালয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্নও। বিদ্যালয়ে ৬ কক্ষ বিশিষ্ট ৩ তলা ভবন রয়েছে। এর একটি কক্ষ অফিস কক্ষ হিসে&&ব ব্যবহার করা হয়। আর অন্যান্য কক্ষগুলোতে পাঠদান কার্যক্রম চলে। প্রতিটি শ্রেণিকক্ষেই শিশু উপযোগী করে পাঠের সাথে সংগতি রেখে সজ্জিত করা হয়ছে। প্রাক প্রাথমিকের জন্য পর্যাপ্ত উপকরন দ্বারা সজ্জিত পৃথক শ্রেণিকক্ষ রয়েছে। এছাড়া একটি শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টের দিয়ে ক্লাস পরিচালনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
ছাত্র-ছাত্রীদের দৈনিক সমাবেশ এবং খেলাধুলা করার জন্য বিদ্যালয়ের সামনে ছোট একটি মাঠ রয়েছে। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ পানির সুব্যবস্থা রয়েছে। ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় ভবনের সামনে্একটি ছোট ফুলের বাগান আছে।
বিদ্যালয়ে শিক্ষক আছেন ৮ জন। এছাড়া একজন দপ্তরী কাম নৈশ প্রহরী ও আছে। বর্তমানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক অভিভাবক সমিতি, অভিভাবকবৃন্দ সহ সকল শিক্ষক আমত্মরিকভাবে কাজ করছেন।
বিলাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ৩৩ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সনে। আর জাতীয়করন করা হয় ১৯৭৩ সনে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত আব্দুল আলী মোল্লা। তিনি বিদ্যালয়ের একজন জমিদাতাও। এছাড়া আরও দুজন জমিদাতা হলেন মোঃ আব্দুল রশিদ মোল্লা এবং মোঃ আব্দুল কুদ্দুছ মোল্লা। বিদ্যালয়ে ৬ কক্ষ বিশিষ্ট ৩ তলা ভবনটি নির্মিত হয় ১৯৯৬ সনে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শিক্ষার্থী |
প্রাক-প্রাথমিক |
প্রথম |
দ্বিতীয় |
তৃতীয় |
চতুর্থ |
পঞ্চম |
মোট |
ছাত্র |
২৫ |
৪১ |
৫০ |
২৪ |
২৭ |
১৮ |
১৮৫ |
ছাত্রী |
২৫ |
৫০ |
৫০ |
৫৪ |
৩২ |
২৭ |
২৩৭ |
মোট |
৫০ |
৯১ |
১০০ |
৭৮ |
৫৯ |
৪৫ |
৪২৩ |
ক্রমিক নং |
ছবি সংযুক্ত নাম |
পদবী |
মোবাইল নম্বর |
|||
১ |
ফাতেমা ফেরদৌসী |
প্রধান শিক্ষক, সদস্য সচিব |
০১৯১৩৫১৫৪৭১ |
|||
২ |
রৌশন আরা বেগম |
সদস্য (বিদ্যোৎসাহী মহিলা) |
০১৭৫৭৮৩০৪৩০ |
|||
৩ |
মোঃ সাখাওয়াত হোসেন মোল্লা |
সদস্য (বিদ্যোৎসাহী পুরুষ) |
০১৭১১৮১৭৪১৭ |
|||
৪ |
মোঃ মাহবুবুল ইসলাম |
সভাপতি (জমিদাতা) |
০১৭১৬০৮৭১৮৮ |
|||
৫ |
শিরিন সুলতানা |
সদস্য (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক) |
০১৯২৫৭৮২২৯৯ |
|||
৬ |
নুরুন নাহার |
শিক্ষক প্রতিনিধি সদস্য |
০১৭১২৫৫৫৩৯৬ |
|||
৭ |
পারুল বেগম |
ছাত্র অভিভাবক মহিলা সদস্য |
০১৭১১৮১৭৪১৭ |
|||
৮ |
উমা রাণী দেব |
’’ |
০১৮৪৫৯৮৩৫৬১ |
|||
৯ |
ইফরান আহমেদ |
ছাত্র অভিভাবক পুরুষ সদস্য |
০১৭১১৩৫১৭৩৭ |
|||
১০ |
মোঃ ওসমান মোল্লা |
’’ |
০১৬২৬১৯৮৩৭৪ |
|||
১১ |
মোঃ কামাল মোল্লা |
ওয়ার্ড কাউন্সিলর ১নং ওয়ার্ড |
০১৭১৬৩১৭৩১২ |
খ্রিস্টাব্দ |
ভর্তিকৃত ছাত্র |
পরীক্ষায় অবতীর্ণ |
পাশের সংখ্যা |
A+ |
বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুল |
সাধারণ |
মমত্মব্য |
২০১২ |
৬৩ |
৬২ |
৬২ |
০৯ |
০১ |
- |
|
২০১৩ |
৬৫ |
৬৪ |
৬৩ |
০৮ |
- |
- |
|
২০১৪ |
৭০ |
৬৯ |
৬৯ |
১৫ |
- |
- |
|
২০১৫ |
৬২ |
৫৯ |
৫৯ |
০৯ |
০৪ |
- |
|
২০১৬ |
৫৮ |
৫৫ |
৫৫ |
০৮ |
- |
- |
|
২০১২ সনে ১ম শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর সংখ্যা |
২০১৬ সনের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অবতীর্ণ |
২০১২ সনে ১ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্য হতে যারা ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণিতে পুণরাবৃত্তি |
২০১৭ সনে ৫ম শ্রেণিতে পুনরাবৃত্তি |
২০১২ সনের ভর্তিকৃত শিশুদের মধ্য হতে অন্য বিদ্যালয়ে গমনকৃত। |
মোট ঝড়ে পড়ার সংখ্যা |
ঝরে পড়ার হার। |
৮০ |
৫৫ |
১৫ |
- |
১০ |
- |
- |
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল সমেত্মাষজনক। বিদ্যালয়ে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন। শিক্ষার্থীরা প্রতিবছর আমত্ম:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বেগম ফজিলাতুননেছা গোল্ডকাপ টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। এছাড়া জাতীয় দিবসের জেলা পর্যায়ের প্রতিটি অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। আর এ ধরনের কার্যক্রমে অংশগ্রহন শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃংখলাবোধ ও নেতৃত্বের মনোভাব গড়ে উঠতে সহায়তা করবে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা। যাতে প্রতিটি শিশুই ভবিষ্যতে সমাজে নিজ নিজ প্রতিভার স্বাক্ষর রেখে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে। বিদ্যালয়টিকে অষ্টম শ্রেণী পর্যমত্ম উন্নীত করন। অবকাঠামো দিক থেকেও বিদ্যালয়টিকে আরও আকর্ষণীয় করে তোলা যাতে প্রতিটি শিশুই সবকিছু আনন্দের সাথে শিখতে পারে।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানার মোড় হতে ০.৫ কিলোমিটার পূর্ব দিকে রিক্সা বা অটোরিক্সা যোগে পুলিশ সুপারের কার্যালয়ের পাশ দিয়ে বিদ্যালয়ে যাওয়া যায়। নরসিংদী পৌরসভার ১নংওয়ার্ডের অমত্মর্গত বিলাসদী মহল্লায় বিদ্যালয়টি অবস্থিত।
মোবাইল নম্বর : ০১৯১৩৫১৫৪৭৪ (প্র.শি)
ই-মেইল: bilashdigps@gmail.com
শ্রেণী |
ছাত্র-ছাত্রীর নাম |
রোল নং |
মমত্মব্য |
প্রথম |
অভ্রদেব তামজিদ হাসান তামিম তারিন আক্তার |
১ ২ ৩ |
|
দ্বিতীয় |
মোঃ ইয়াছিন আরাফাত বৈশাখী আক্তার মোঃ জুয়েল রানা |
১ ২ ৩ |
|
তৃতীয় |
মারিয়া আক্তার মাহি লাবণ্য দাস রাদিয়া সুলতানা জান্নাতি |
১ ২ ৩ |
|
চতুর্থ |
মোঃ মেহেদী হাসান ইসরাত জাহান হেপী নাদিয়া আক্তার |
১ ২ ৩ |
|
পঞ্চম |
রাসেল আহম্মেদ মারিয়া আক্তার মুন্নী ইমতিয়াজ আহম্মেদ |
১ ২ ৩ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস