Wellcome to National Portal

নরসিংদী সদর উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিলাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিলাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সনে। এর এক পাশে জেলা জজ অফিস, অন্য পাশে পুলিশ সুপারের কার্য্যালয়। এছাড়া বিদ্যালয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্নও। বিদ্যালয়ে ৬ কক্ষ বিশিষ্ট ৩ তলা ভবন রয়েছে। এর একটি কক্ষ অফিস কক্ষ হিসে&&ব ব্যবহার করা হয়। আর অন্যান্য কক্ষগুলোতে পাঠদান কার্যক্রম চলে। প্রতিটি শ্রেণিকক্ষেই শিশু উপযোগী করে পাঠের সাথে সংগতি রেখে সজ্জিত করা হয়ছে। প্রাক প্রাথমিকের জন্য পর্যাপ্ত উপকরন দ্বারা সজ্জিত পৃথক শ্রেণিকক্ষ রয়েছে। এছাড়া একটি শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টের দিয়ে ক্লাস পরিচালনার ব্যবস্থা নেয়া হচ্ছে।

ছাত্র-ছাত্রীদের দৈনিক সমাবেশ এবং খেলাধুলা করার জন্য বিদ্যালয়ের সামনে ছোট একটি মাঠ রয়েছে। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ পানির সুব্যবস্থা রয়েছে। ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় ভবনের সামনে্একটি ছোট ফুলের বাগান আছে।

বিদ্যালয়ে শিক্ষক আছেন ৮ জন। এছাড়া একজন দপ্তরী কাম নৈশ প্রহরী ও আছে। বর্তমানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক অভিভাবক সমিতি, অভিভাবকবৃন্দ সহ সকল শিক্ষক আমত্মরিকভাবে কাজ করছেন।